সৌদি আরবে বঙ্গবন্ধুর নামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৫ নভেম্বর ২০২১ ২১:০২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ২১:০৫
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট। বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিযোগিতা হবে শুধুমাত্র পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে। আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর তিন দিনব্যপী এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
আগ্রহী খেলোয়াড়দের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে। অংশগ্রহণেচ্ছুকরা [email protected] অথবা হোয়াটসঅ্যাপ: ০৫০৬৬০০৪৮৪ ও মেসেঞ্জার Facebook/bcgjksa-এর যে কোনো একটির মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন।
বিজয়ীদের আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
সারাবাংলা/একে