‘খালেদাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে’
২৫ নভেম্বর ২০২১ ১৩:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১৪:৪০
ঢাকা: খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, যারা গুম-খুন করছে তাদের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন জীবন থেকেই সরিয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে সরকার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। জনগণ এই অন্যায় সহ্য করবে না।
যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুব সংগঠন সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএস/একেএম