Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু শান্তির সবচেয়ে বড় অগ্রদূত: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৯:২৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৯:৪৮

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শান্তির সবচেয়ে বড় অগ্রদূত। উপমহাদেশসহ সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। সে জন্যেই তিনি আমাদের বৈদেশিক নীতি করেছেন— ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’

বুধবার (২৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ইনোভেশন হাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেই বলেছেন— পিস ইজ ইম্প্যারেটিভ ফর ডেভেলপমেন্ট। বঙ্গবন্ধুকন্যা আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও বঙ্গবন্ধুর পথ ধরে এই পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। তিনিও সবসময় শান্তির অগ্রদূত হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় অনুস্ঠেয় শান্তি সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে সংঘাত, যুদ্ধ-বিগ্রহ কমানোর জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন— শান্তির সংস্কৃতি। এই প্রস্তাবটি পৃথিবীর সব দেশ গ্রহণ করেছে।

তিনি বলেন, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে মানুষে মানুষে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ালে টেকসই শান্তি সারাবিশ্বে স্থাপন করা সম্ভব হবে। বাংলাদেশ সারা পৃথিবীর জন্য শান্তির একটি মডেল— এই সম্মেলনে সেটিই তুলে ধরা হবে।

এর আগে, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ইনোভেশন হাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, আমাদের মানবসম্পদ, বিশেষ করে আমাদের সৃষ্টিশীল নতুন প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তুলতে ইএটিএল যে ইনোভেশন হাব তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিপুলসংখ্যক মানুষকে দক্ষ করে গড়ে তোলার সুযোগ তৈরির জন্য তিনি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক বিক্রম কুমার ঘোষ, ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/টিআর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী শান্তির অগ্রদূত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর