Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাচ্চা দিয়েছে মেছোবাঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ০৮:৫৬

বাচ্চার সঙ্গে মা মেছোবাঘ, ছবি: সারাবাংলা

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি বাচ্চা প্রসব করেছে মা মেছোবাঘ। এ নিয়ে মেছোবাঘটি চতুর্থবারের মতো বাচ্চা প্রসব করেছে। এতে করে মেছোবাঘটি এখন পর্যন্ত ৬টি বাচ্চার জন্ম দিল।

উপজেলায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুরে এই বাচ্চাটির জন্ম দেয় মেছোবাঘটি। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে স্বপন দেব সজল সারাবাংলাকে জানান, মা মেছোবাঘ ও তার বাচ্চাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বাচ্চাটি বড় হলে বন বিভাগের তত্ত্বাবধানে লাউয়াছড়া কিংবা চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেওয়া হবে ।

তিনি আরও জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে অজগর, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালি বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী স্বাভাবিক প্রজননের মাধ্যমে বংশবিস্তার করে আসছে।

সারাবাংলা/এনএস

টপ নিউজ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন মেছোবাঘ শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর