Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা উপজেলার ১০ ইউনিয়ন আ.লীগের ১৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

লোকাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ২২:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১২:১৭

বেনাপোল: যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়ে জানানো হয়েছে।

বহিস্কারকৃতরা শার্শা উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

শার্শা উপজেলার বহিস্কার হওয়া নেতারা হলেন- শার্শার ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান।

পুটখালী ইউনিয়নের নবাগত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, গোগা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, শার্শা ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সেলিম রেজা বিপুল।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘দলকে ঐক্যবদ্ধ করার স্বার্থে যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে তারা পিছপা হবেন না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর যশোরের শার্শার ১০ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে, যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ১৩টি ইউনিয়নের ২২ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদ্রোহী বহিষ্কার বিদ্রোহী প্রার্থী শার্শা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর