Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যালয়ে ভর্তিতে শর্ত বেঁধে দিল মাউশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ২৩:২৮

ঢাকা: আসছে শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে ২৫ নভেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। করোনার কারণে গত বছরের মতো এবারও বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ হবে না। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন চলবে।

আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর আর বেসরকারি স্কুলের লটারি হবে ১৯ ডিসেম্বর। মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের স্কুলে ভর্তি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান সংক্রান্ত কাজ করতে হবে। ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে আসছে শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে মাউশি। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা করে দেওয়া এসব শর্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। মাউশি বলছে, শিক্ষার্থী ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য আসন সংখ্যার তালিকা দিতে হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভর্তি লটারি আয়োজন করা হবে। লটারির মাধ্যমে আসনের সমান সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে।

সরকারি বিদ্যালয়ের জন্য মাউশি যেসব শর্ত দিয়ে তার মধ্যে বলা হয়েছে, ঢাকা মহানগরে ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি শাখাকে তিনটি গুচ্ছ বা গ্রুপে (এ, বি এবং সি) ভাগ করে ভর্তির কাজ হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

বেসরকারি বিদ্যালয়ের শর্তে বলা হয়েছে, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচন সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের জন্য সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রেও প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

বেসরকারিতেও ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

সারাবাংলা/টিএস/পিটিএম

ভর্তি মাউশি শর্ত স্কুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর