Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রিয়ায় ভ্যাকসিন না নিয়ে লকডাউনে ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২১ ০৯:০৭

করোনা সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিন নেননি এমন ২০ লাখ মানুষকে লকডাউনে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে অস্ট্রিয়া। নতুন এই নির্দেশনার কারণে করোনা ভ্যাকসিন না নেওয়া নাগরিকরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (১৫ নভেম্বর) থেকে অন্তত ১০ দিনের জন্য এই নির্দেশনা জারি করেছে অস্ট্রিয়ার কর্তৃপক্ষ।

এ ব্যাপারে অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার স্কালেনবার্গ জানিয়েছেন, তারা এই নতুন সিদ্ধান্ত সময়োপযোগী। তারা সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না।

এদিকে, অস্ট্রিয়ার নাগরিকদের ৬৫ ভাগ করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাকসিন পেয়েছেন, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে, এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতি ১০ হাজারে ৮০০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন, যা ইউরোপে সর্বোচ্চ।

অন্যদিকে, ফের করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠছে ইউরোপ এমন তথ্য জানিয়ে যুক্তরাজ্যে এখনো বিধিনিষেধ কঠোর করা হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

সারাবাংলা/একেএম

অস্ট্রিয়া করোনা ভ্যাকসিন করোনা সংক্রমণ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর