Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ১৮:৫৪

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে রোবববার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও’র বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে- এমন অভিযোগ এনে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেফতার, ও গুম করার সংস্কৃতি চালু রেখেছে। তাদের মূল লক্ষ্যই হচ্ছে জনগণকে ভয়ানক কর্তৃত্ববাদী এক শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আচরণ করছে। দেশ থেকে গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতাকে উচ্ছেদ করা হয়েছে। দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে।’

তিনি বলেন, ‘দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে দেশব্যাপী এক মরণঘাতী কর্মসূচি বাস্তবায়ন করছে তারা। তরুণ নেতৃত্বকে ধ্বংস করার জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা হচ্ছে।’

মির্জা ফখরুল বরেন, ‘সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনা বর্তমান নিষ্ঠুর সরকারের চলমান নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ারই বর্ধিত-প্রকাশ। আজিজুর রহমান মুসাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করে নিয়ে গেছে। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আজিজুর রহমান মুসাব্বিরকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর