আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদর ফরম সংগ্রহের আহ্বান
১০ নভেম্বর ২০২১ ২০:৫৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২০:৫৭
ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান ও তিন পৌরসভা নির্বাচনে মেয়রপদে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড় ১০টা থেকে বিকেল সাড় ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বুধবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীরদের দলটির কেন্দ্রীয় কার্যালয় (২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট মনোনয়ন প্রত্যাশীদর যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহর সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনত হবে এবং আগামী ১৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
উল্লেখ্য, চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং একই দিন পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এনআর/পিটিএম