Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৯ মামলা বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাঞ্চনের রিট চলবে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২১ ১৩:৪৮

ঢাকা: রাজধানীর রাজারবাগ পির সিন্ডিকেটের দায়ের করা ৪৯ মামলার বাদীদের বিরুদ্ধে শান্তিনগরের বাসিন্দা একরামুল হক কাঞ্চনের দায়ের করা রিট চলতে হাইকোর্টের আদেশ মোডিফাই করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রাজারবাগ পির সিন্ডিকেটের বিরুদ্ধে কাঞ্চনের রিট মামলা চলতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৭ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন চার সদস্যের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আসামি কাঞ্চনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন ও এমাদুল হক বশির। অন্যদিকে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) আপিল বিভাগের একই ভার্চুয়াল বেঞ্চ আদেশের জন্য ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই আদেশ দেন আদালত।

তারও আগে গত ২৮ অক্টোবর এই রিভিউ শুনানি থেকে সরে যান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে গত ১৯ অক্টোবর ৪৯ মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ স্থগিতাদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত। পরে স্থগিতাদেশ বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। পরে ওই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কাঞ্চন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে রিটকারী একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বশির।

তিনি বলেন, ‘রাজারবাগ পির সিন্ডিকেটের বিরুদ্ধে হাইকোর্টে কাঞ্চনের রিট মামলা চলতে হাইকোর্টের আদেশ মোডিফাই করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে, হাইকোর্টে রাজারবাগ পির সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাঞ্চনের রিট মামলা চলতে আর কোনো বাধা নেই।’

বিজ্ঞাপন

এর আগে ধর্ষণ, মারধর, চুরি, মানবপাচার—এমন সব অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা পৃথক মামলার ফাঁদে পড়ে হাইকোর্টে রিট করেন একরামুল। রিটের শুনানি নিয়ে গত ১৪ জুন হাইকোর্ট রুল দিয়ে ওই সব মামলা দায়ের ও তার পেছনে কারা আছেন, তা খুঁজে বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

তদন্তের অগ্রগতি জানিয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে একরামুলের বিরুদ্ধে করা পৃথক মামলার পাঁচ বাদী আপিল বিভাগে আবেদন করেন। পাঁচজন বাদী হলেন রফিকুল ইসলাম, আবুল বাশার, আফজাল হোসেন, আমিনুল ইসলাম নাহিন ও মো. সোহেল।

শুনানি নিয়ে আপিল বিভাগ গত ৫ সেপ্টেম্বর আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে স্থগিতাদেশ দেন। অন্যদিকে সিআইডির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়।

পরে আপিল বিভাগের স্থগিতাদেশের বিষয়টি হাইকোর্টকে অবহিত করে পক্ষগুলো। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২১ সেপ্টেম্বর একরামুলের রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

এ অবস্থায় আবুল বাশারের আবেদনে আপিল বিভাগের গত ৫ সেপ্টেম্বর দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে ৭ অক্টোবর আপিল বিভাগে আবেদন করেন একরামুল হক কাঞ্চন। এরপর আপিল বিভাগ চেম্বারের চেম্বার আদালত, আপিল বিভাগের পর রিভিউ আবেদনটি আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। পরে আজ হাইকোর্টের আদেশ মোডিফাই করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সারাবাংলা/কেআইএফ/একে

পির মামলা রাজারবাগ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর