Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগোচ্ছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৯:৩০

নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ার। তার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগোচ্ছে।’

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) দুপুরে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এই আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।

সভায় সমবায়ীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন দি নেত্রকোণা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

এর আগে, প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘোরে।

সারাবাংলা/এমও

উন্নতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সমৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর