Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমানিয়ার নতুন শ্রম বাজারে কাজে যোগ দিচ্ছেন ৯ বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২১ ১৮:৫৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২১ ১৯:০২

ঢাকা: বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার হিসেবে সম্ভাবনাময় হয়ে উঠেছে ইউরোপের দেশ রোমানিয়া। বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নেবে দেশটি। সম্ভাবনাময় নতুন এই শ্রম বাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার।

এরইমধ্যে স্বল্প খরচে খুব সহজেই কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছেন বাংলাদেশিরা। শনিবার (৬ নভেম্বর) সকালের ফ্লাইটে রোমানিয়ার উদ্দেশে ৯ দক্ষ শ্রমিক ঢাকা ছেড়েছেন।

বিজ্ঞাপন

রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের (বিডি) মাধ্যমে ওই ৯ শ্রমিক দেশটিতে পাড়ি দিয়েছেন। এরা হলেন- ময়মনসিংহের কামরুল হাসান, মানুনুর রহমান, লিমন সরদার, বিদ্যুৎ, সাহাদাত শাহাজাহান, মীর লাদেন, আরিফুল হাসান জয়, মেহেদী হাসান ফাহাদ ও কিশোরগঞ্জের মো আল-আমিন। তাদের প্রতিজন বেতন পাবেন ৫৬০ ইউএস ডলার।

নতুন সম্ভাবনাময় শ্রমবাজারে প্রচুর দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কন্টিনেন্টাল গ্রুপের (বিডি) মালিক লোকমান শাহ।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। ৯২ হাজার বর্গমাইলের এই দেশটিতে প্রায় ২০ মিলিয়ন মানুষের বসবাস। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় নতুন শ্রমবাজার হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছে রোমানিয়া। দেশটিতে কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণশিল্প, ইলেকট্রনিকস ফুডসহ বিভিন্ন খাতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে।

সম্প্রতি রোমানিয়া সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দেশটি ৪০ হাজার শ্রমকি নিতে চায়। এরপর সরকারি সব ধরণের নিয়ম মেনে ঢাকার বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে রোমানিয়ায় কর্মী পাঠানোর কাজ করছেন।

সারাবাংলা/ইউজে/এমও

বাংলাদেশি রোমানিয়া শ্রম বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর