Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি উন্নয়ন বোর্ডকে অধিদফতর করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৮:২৫

ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদফতরে রূপান্তরিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে ৬৪ জেলার ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সুপারিশ করা হয়। বৈঠকে যান্ত্রিক সরঞ্জাম পরিদফতরের আধুনিকায়ন ও শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্যও সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

সভায় কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী অংশ নেন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

পানি উন্নয়ন বোর্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর