নানা আয়োজনে খোকাকে স্মরণ
৪ নভেম্বর ২০২১ ১৭:০১ | আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৭:০৩
ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকাকে স্মরণ করেছে বিএনপি।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে বিএনপির নেতাকর্মীরা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন, ওলামা দলের সভাপতি নেসারুল হকসহ বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী।
দুপুরে রাজধানীর গোপীবাগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল ও দোওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ওলামা দলের সভাপতি নেছারুল হক, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব উপস্থতি ছিলেন।
আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহাগর বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাদেক হোসেন খোকার স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
১৯৫২ সালের ১ মে ঢাকার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাদেক হোসেন খোকা। পৈত্রিক নিবাস মুন্সীগঞ্জে হলেও তার জন্মের সময় থেকেই পুরো পরিবার স্থায়ীভাবে চলে আসেন ঢাকায়।প্রকৌশলী ও সমাজসেবক এম. এ করিম এবং গৃহিণী সালেহা বেগম দম্পতির ছয় কন্যা ও দুই পুত্র-সন্তানের মধ্যে তৃতীয় সাদেক হোসেন খোকা। বাবার যোগ্য উত্তরসুরী হিসেবে মানুষ, সমাজ ও দেশের উন্নয়নের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।
সত্তরের দশকে ছিলেন ছাত্র ইউনিয়নের প্রথম সারির একজন নেতা। আশির দশকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। যোগদানের পর থেকে দলের সাংগঠনিক কাজে একই সঙ্গে দাবি আদায়ের রাজপথে জোড়ালো ও সাহসী ভূমিকা রাখেন সাদেক হোসেন খোকা। দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ত্রাণ বিষয়ক সম্পাদক, ঢকা মহানগরীর সহ-সভাপতি, আহ্বায়ক, সভাপতি- সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বচনে সাদেক হোসেন খোকা প্রথমবার পুরান ঢাকার কোতোয়ালী-সূত্রাপুর আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
পরবর্তী সময় ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০২ সালে সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হন।
গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য রাজনীতিক। গণমানুষের এই নেতা চিরবিদায় নিয়েছেন ২ বছর আগে। আজ তার ২য় মৃত্যুবার্ষিকী।
সারাবাংলা/এজেড/এমও