Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের সিঁড়িতেই ছিনতাইয়ের চেষ্টা, যুবককে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৫:২৭

নওগাঁ: নওগাঁয় প্রিমিয়ার ব্যাংকের সিঁড়িতে হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারী।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। আহত যুবক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। সে নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া থাকেন এবং সেভেন রিংস সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, টাকা জমা দেওয়ার জন্য সকালে ব্যাংকে আসেন হামিদুল। এসময় সিঁড়িতে অজ্ঞাত এক ছিনতাইকারী তাকে ছুরি মারে। এসময় তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ওই ছিনতাইকারী পালিয়ে যায়।

প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শহিদুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেহেতু ঘটনাটি সিঁড়িতে ঘটেছে ফলে ওই ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। আমরা আইনের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সারাবাংলা/এমও

ছিনতাইয়ের চেষ্টা ছুরিকাঘাত প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর