Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ৮ স্কুলে ভ্যাকসিন পেল ১৬ হাজার শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২১ ২১:৫৯

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে রাজধানীর ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। মঙ্গলবার (২ নভেম্বর) ১৬ হাজার ১০০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী সারাবাংলাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার (৩ নভেম্বর) রাজধানীর এই ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রয়োগ করার পরিকল্পনা আছে। এর মাঝে মতিঝিল আইডিয়ালে ২০টি বুথে ৪ হাজার ও বাকি ৭ কেন্দ্রের ৭০ বুথে ১৪ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এর আগে, সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ঢাকায় প্রাথমিক পর্যায়ে ৮টি স্কুলে ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে ৪০ হাজার ভ্যাকসিন দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের প্রয়োগের উপযোগী ৬০ লাখ ভ্যাকসিন আমাদের হাতে আছে। এর মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ভ্যাকসিন আমরা দেব।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস ভ্যাকসিন স্কুল শিক্ষার্থী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর