Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ড: মালেকের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২১ ১৩:২৪

হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক মুজাক্কির

ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার আসামি আব্দুল মালেককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (১ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

প্রসঙ্গত, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (বাদল)। ওই সময় কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষ এবং গুলি বিনিময়ের সময় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। ঘটনার এক দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুরহান উদ্দিন মুজাক্কির।

এ ঘটনায় মৃত সাংবাদিকের বাবা নুরুল হুদা মাস্টার বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতন আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

সারাবাংলা/কেআইএফ/একেএম

সাংবাদিক মুজাক্কির হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর