বাংলানামা-চিন্তাসূত্র ‘বুক রিভিউ’ প্রতিযোগিতা
১ নভেম্বর ২০২১ ১২:৪০
ঢাকা: পাঠকদের জন্য বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাংলানামা’ ও সাহিত্য বিষয়ক ওয়েব ম্যাগ ‘চিন্তাসূত্র’। তালিকায় থাকা বইগুলোর বুক রিভিউ করা যাবে। এটি একটি চলমান প্রক্রিয়া। পরবর্তী সময়ে বাংলানামা প্রকাশিত অন্য বইগুলো নিয়ে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলানামা প্রকাশিত বইগুলোর মধ্যে এবারের প্রতিযোগিতায় রিভিউ করা যাবে যেসব বইয়ের, সেগুলো হচ্ছে-
১. একবার বিদায় দে মা ॥ ড. কাজল রশীদ শাহীন
২. কবিতার সময় ও মনীষার দান ॥ মোহাম্মদ নূরুল হক
৩. গোরখোদক ও অন্য জ্যোৎস্না ॥ হাসান অরিন্দম
৪. গহীন বুকে বিষের চারা ॥ কবীর আলমগীর
৫. করুণাহীন করোনার দিন ॥ ওয়াদুদ খান
৬. ২১ টি প্রেমের গল্প ॥ সম্পাদনা : হোসেন শহীদ মজনু
শর্তাবলি
১. কমপক্ষে যেকোনো ৩টি বইয়ের রিভিউ সুতন্বী এম.জে ফন্টে লিখে মেইল করতে হবে। সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে রিভিউ হতে হবে। লেখার একটি নান্দনিক শিরোনামও দিতে হবে।
২. বুক রিভিউয়ের জন্য বাংলানামার বই সংগ্রহ করতে (প্রয়োজনে) রকমারি ডটকম/ফেসবুক পেজ (https://www.facebook.com/banglanamacom-947234328726059)-এর ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
৩. একজন লেখক চাইলে ৩টির বেশি বইয়েরও রিভিউ লিখে পাঠাতে পারেন।
৪. লেখা পাঠাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। লেখার সঙ্গে ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।
৫. লেখা পাঠানোর ঠিকানা : [email protected]
৬. নির্বাচিত ও বিজয়ীদের লেখা প্রকাশিত হবে চিন্তাসূত্র পোর্টালে ও বাংলানামার পেজে।
পুরস্কার
# বুক রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রথমজন পাবেন ৩ হাজার টাকার বই। দ্বিতীয় বিজয়ী পাবেন ২ হাজার টাকার বই। তৃতীয় বিজয়ী পাবেন ১ হাজার টাকার বই।
# আর অংশগ্রহণকারী অন্য সব প্রতিযোগীও পাবেন বই উপহার।
# পুরস্কার গ্রহণের জন্য কুরিয়ার চার্জ (সর্ব নিম্ন ৫০ টাকা) অংশগ্রহণকারীকে বহন করতে হবে।
# বাংলানামার বই; সব পাঠকের বই। বাংলানামার সঙ্গে থাকুন, বই পড়ুন।
সারাবাংলা/একে