Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব সমুদ্র বন্দরের জন্য একক আইন করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২১ ২২:০৭

ঢাকা: সব সমুদ্র বন্দরের জন্য একক আইন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া বাংলাদেশের সব নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এসুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ ছাড়াও বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রণজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ এবং জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয় । এরপর প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে অধিকতর সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে ২৭ অক্টোবর মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে রো রো শাহ আমানত ফেরি দুর্ঘটনায়কবলিত হওয়ার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রদানের জন্য একটি সাব কমিটির গঠন করা হয়। কমিটির সদস্য শাজাহান খানকে আহ্বায়ক এবং রণজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগরকে সদস্য করে চার সদস্যের এই সাব কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

আইন সমুদ্র বন্দর সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর