Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হামলার ঘটনায় ধর্মপ্রাণ কোনো নাগরিক জড়িত নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ২১:৩২

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পূজামণ্ডপে কোরআন অবমাননা ও পরবর্তীতে সারাদেশে হামলা- অগ্নিসংযোগ করা হয়েছে। একথা স্পষ্ট যে, এসব ঘটনায় ধর্মভিত্তিক কোনো দল, সংগঠন বা ধর্মপ্রাণ নাগিরক জড়িত নয়।’

বুধবার (২৭ অক্টোবর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সংকট উত্তরণের লক্ষে করণীয় নির্ধারণে ওলামা মাশায়েখ ও রাজনীতিবিদগণের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা

বিজ্ঞাপন

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশে নতুন করে সংকটের শুরু। চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিতে ৫ জন নিহত, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ এবং রংপুরের মাঝি পল্লিতে অগ্নিসংযোগকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারে একটি মহল তৎপর। এ সব হামলা, অগ্নিসংযোগ কোনো ইসলামী সংগঠনের কাজ নয় বরং দেশ ও ইসলামবিরোধী শক্তির গভীর ষড়যন্ত্রের অংশ।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একটি শ্রেণি বিক্ষোভ করে সংবিধান, ইসলাম ও মুসলমানবিরোধী শ্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। ওই শ্রেণিটি সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেয়ার শ্লোগান দিচ্ছে। তাদের শ্লোগানের সঙ্গে ভারতের উগ্রবাদী সংগঠন বিজিপি’র শ্লোগানের মিল রয়েছে, যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলছে।’

তিনি বলেন, ‘কথিত কিছু বুদ্ধিজীবী দেশে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটলেই আলেম ওলামা ও ইসলামী সংগঠনগুলোকে একতরফা দায়ী করে ৭২’এর সংবিধানে ফিরে যাওয়ার নামে এদেশে ইসলামপন্থীদের সকল তৎপরতা বন্ধের দাবি তুলছে। যাতে স্পষ্ট ইসলামপন্থিদেরকে ঘায়েল করতে পরিকিল্পিতভাবে এগুলো করা হচ্ছে।’

বিজ্ঞাপন

রেজাউল করীম বলেন, ‘ভারতের মিডিয়া বাংলাদেশ ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলাদেশে বসেও একটি শ্রেণি তাল মিলাচ্ছে। এদেশের সংখ্যালঘুরা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা মুসলমানদের চেয়ে বেশি ভোগ করছে, যা বিশ্বে বিরল। সংখ্যালঘুদের ব্যবহার করে কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র সাজিয়েছে কিনা, তা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।’

দেশবিরোধী চক্রান্ত মোকাবেলা ও চলমান সঙ্কট উত্তরণে আগামী ১৭ নভেম্বর ঢাকায় জাতীয় সেমিনার কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেম-এর আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, দৈনিক ইনকিলাবের সহকারি সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজি, বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ, ড. মাওলানা মুশতাক আহমদ, মুফতি ওমর ফারুক সন্দিপী, বেফাকুল মাদারিসে দ্বীনিয়ার মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, অধ্যাপক আশরাফ আলী আকন, জিরি মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ খোবায়েব, সাবেক এমপি প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, বরিশাল মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন, ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুর রহমান ফরায়েজি, বাংলদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি আব্দুর রহীম সাঈদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

ইসলামী আন্দোলন ধর্মপ্রাণ মুসলমান মুসল্লি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর