Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার আধা বেলা ক্লাস করবেন না প্রাথমিকের শিক্ষকেরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২১ ২১:২৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২১:৪২

ঢাকা: সহকর্মী শিক্ষকের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আধা বেলা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ এ তথ্য জানিয়েছে। পরিষদ জানিয়েছে, শিক্ষা কর্মকর্তার হাতে একজন শিক্ষকের নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিতে শিক্ষকেরা স্কুলে গেলেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন না।

বিজ্ঞাপন

পরিষদ নেতারা বলছেন, গোপালগঞ্জে শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলছেন, মনোজ কান্তির ওপর কেবল হামলা নয়, তাকে বহিষ্কারও করা হয়েছে। এই আদেশ প্রত্যাহার করতে হবে। এটি না করা হলে তারা আরও বড় আন্দোলন করবেন।

প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ [ফাইল ছবি]

সারাবাংলা/টিএস/টিআর

আধা বেলা ক্লাস বর্জন প্রতিবাদ কর্মসূচি প্রাথমিক শিক্ষক সহকর্মীকে নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর