Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২১ ১৯:৪৮

জয়পুরহাট: অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৫) জয়পুরহাট কাম্পের সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) বিকালে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এসময় জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং অবৈধ জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন।

বিজ্ঞাপন

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, সদর উপজেলার দূর্গাদহ বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জানান, অবৈধ জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমও

কারেন্ট জাল জরিমানা র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর