Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগ থেকে লিটন বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ২২:৪৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ হতে মো. সামিউল হক লিটনকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র, নিয়মাবলি এবং সংগঠনের সাথে পরিপন্থি কাজে অংশগ্রহণ ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ অনুচ্ছেদ অনুযায়ী তাকে বহিস্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

সামিউল হক লিটনকে বহিস্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। তিনি আরও জানান, যদি কোনো নেতাকর্মী মো. সামিউল হক লিটনকে সহযোগিতা করে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আরডি/এমও

জেলা আ.লীগ বহিস্কার লিটন বহিস্কার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর