Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করে দেবে ডিজিট্যাক্স

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১৮:৫৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৯:০২

শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিট্যাক্স

ঢাকা: ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতের সেবা দিতে যাত্রা শুরু করেছে অনলাইন ট্যাক্স অ্যাপ্লিকেশন ডিজিট্যাক্স। এর মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন তৈরি করা যাবে, আয়কর আইনজীবীদের দ্বারস্থ হতে হবে না। বাসায় বসেই নেওয়া যাবে আয়কর সংক্রান্ত যেকোনো সেবাও। আয়কর রিটার্ন দাখিল সহজ করতে ডিজিট্যাক্স নামের এই ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে দেশ ইউনিভার্সেল।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ডিজিট্যাক্সের এ অনলাইন ট্যাক্স অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

এ সময় পেশাদার হিসাববিদদের সংগঠন দ্য ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আজিজুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ডিজিট্যাক্সের পরিচালক গোলাম শাহরিয়ার রঞ্জু ও ইআরএফ সেক্রেটারি এস এম রাশিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিজিট্যাক্সের মাধ্যমে অনলাইনে রিটার্ন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়

ডিজিট্যাক্সের মূল ফিচার বর্ণনা করে প্রতিষ্ঠানটির টিম মেম্বার সৈয়দা নুসরাত হায়দার বলেন, আমাদের দেশে বিভিন্ন পর্যায়ের করদাতা রয়েছেন। তাদের অধিকাংশই আয়করের হিসাব এবং নিয়ম ও আইন যথাযথভাবে জানেন না। ফলে তারা সুচারুভাবে রিটার্ন প্রস্তুত করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য আমরা ডিজিট্যাক্স নিয়ে এসেছি, যেন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট খাতে ইনপুট দিয়ে সহজেই রিটার্ন প্রস্তুত করতে পারেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের সিস্টেমে রয়েছে আইন অনুযায়ী স্বয়ংক্রিয় আয়কর গণনা পদ্ধতি, যেন ব্যবহারকারীরা সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারেন। ব্যবহারকারীদের সুবিধার্থে বাংলা ভাষাতেও সফটওয়ারটি ব্যবহারের পদ্ধতি রাখা হয়েছে। করদাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিটার্ন পূরণ করে নিজে আয়কর অফিসে জমা দিতে পারেন। অথবা গ্রাহক চাইলে ডিজিট্যাক্সের পেশাদার আইনজীবীর মাধ্যমেও রিটার্ন জমা দিতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি এনবিআর সদস্য মো. আলমগীর হোসেন

ডিজিট্যাক্সের সিস্টেমটি এনবিআরের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারলে ভবিষ্যতে তাদের মাধ্যমেই করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছেন সৈয়দা নুসরাত হায়দার। তিনি বলেন, এর ফলে কাগজপত্রের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন পড়বে না। সরকারও ডাটা এন্ট্রি ছাড়াই রিয়েল টাইম আপডেট পাবে।

করদাতার ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিষয়ে তিনি বলেন, প্রতিটি করদাতার ব্যক্তিগত আইডি ও পাসওয়ার্ড থাকবে। তিনি ছাড়া আর কেউ এ তথ্য দেখতে পাবেন না। করদাতা তার তথ্য সংরক্ষণ করে রেখে যেকোনো সময় আবার লগইন করে সম্পাদনা করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডিজিট্যাক্স এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে একজন আয়কর প্রদানকারী নিজেই আয়কর রিটার্ন তৈরি করতে পারবেন। এজন্য প্ল্যাটফর্মটিতে প্রবেশের পর বিভিন্ন তথ্য ইনপুট করতে হবে, কোনো ফাইল আপলোড করতে হবে না। তথ্য ইনপুট করার পর সব ধাপ অতিক্রম করলেই রিটার্ন তৈরি হয়ে যাবে।

বক্তব্য রাখছেন বিশেষ অতিথি খালেদ মাহমুদ সুজন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর পরিশোধ করা যাবে না। তবে কর পরিশোধের জন্য আয়কর রিটার্ন প্রস্তুত করা যাবে। এজন্য করদাতাকে সার্ভিস চার্জ দিতে হবে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে আয়কর পেশাজীবীদের কাছে যাওয়ার ঝক্কি কমবে। একইসঙ্গে রিটার্ন প্রস্তুতে করদাতাদের খরচও কমবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন বলেন, ‘ডিজিট্যাক্স একটি ভালো উদ্যোগ। এই প্ল্যাটফর্মে কোনো ফর্ম থাকবে না। বিভিন্ন তথ্য ইনপুট দিয়ে রিটার্ন প্রস্তুত করা যাবে। বেসরকারিভাবে ৫০০ থেকে ৭০০ টাকা দিয়ে ঘরে বসেই করদাতারা তাদের রিটার্ন প্রস্তুত করতে পারবেন, এতে তারা উপকৃত হবেন। আর এই প্ল্যাটফর্ম তৈরি খুবই চ্যলেঞ্জের বিষয়, কারণ প্রতিদিনেই এসআরও আসছে। প্ল্যাটফর্মটিকেও প্রতিদিন আপডেট করতে হবে। সেই কঠিন চ্যালেঞ্জটিই তারা নিয়েছে। এই প্ল্যাটফর্মের ফলে আয়করদাতা ও আয়কর আইনজীবীরাও উপকৃত হবেন।’

তিনি বলেন, কারদাতারা এখন অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। ঘরে বসেই টিআইএন করতে পারছেন। কিন্তু রিটার্ন দাখিল করা জটিল বিষয়। আমরা পুরো প্রক্রিয়াটিই অনলাইনে নিয়ে আসার চেষ্টা করছি। ভবিষ্যতে অনলাইনেই পেমেন্ট তথা ই-পেমেন্ট নিশ্চিত করা যাবে। কর ব্যবস্থাকে ডিজিটাল করতে এনবিআর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ইউনিভার্সেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

বিশেষ অতিথির বক্তব্যে খালেদ মাহমুদ সুজন বলেন,‘ অনলাইনে রিটার্ন প্রস্তুতকারী এই প্ল্যাটফর্মটির উদ্যোগ সময়োপযোগী। কর দেওয়া সবার নৌতিক দায়িত্ব। সবাই কর দেবেন বলে আশা করি। কর ফাইল তৈরি করতে অনেক সময় করদাতাদের বেগ পোহাতে হয়। অনলাইন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করা যাবে। আমি এই উদ্যোগটিকে স্বাগত জানাই।’

এর আগে শুভেচ্ছা বক্তব্যে ডিজিট্যাক্সের অ্যাডভাইজার ও দেশ ইউনিভার্সেল নির্বাহী পরিচালক মোসারাত নাইমা বলেন, ডিজিট্যাক্স একটি স্বয়ংক্রিয় ট্যাক্স রিটার্ন ফরম পূরণের ওয়েব অ্যাপ্লিকেশন। রেজিট্রেশন করার পর করদাতা তার আয়ের তথ্য দিলে এখানে স্বয়ংক্রিয়ভাবে কর গণনা হয়ে যাবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

অনলাইনে আয়কর রিটার্ন আয়কর রিটার্ন আয়কর রিটার্ন প্রস্তুত ডিজিট্যাক্স দেশ ইউনিভার্সেল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর