Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাকিমপুরের তিন ইউপি নির্বাচনে ১৬৭ প্রার্থীর মনোনয়ন জমা

লোকাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২১ ২০:৩৬

হিলি: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমান্তবর্তী হিলি-হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৪ জন, মেম্বার পদে ১১৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুল রহমান আকন্দ বলেন, ‘হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ১৪ জন, মেম্বার পদে রয়েছেন ১১৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ৩৬ জন প্রার্থী। আগামী ২২ অক্টোবর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে।’

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন- ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র প্রার্থী কাওছার রহমান, স্বতন্ত্র প্রার্থী জামিল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক।

২নং বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছদরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাহাদত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মেফতাউল জান্নাত ও স্বতন্ত্র প্রার্থী নুরুল হোসেন।

৩নং আলীহাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লোকমান আলী মন্ডল, ইসলামী আন্দোলনের মোজাহারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইউপি নির্বাচন মনোনয়ন মনোনয়ন জমা হাকিমপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর