Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ সরকারের আমলে সব মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১১:২৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১১:৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্যে দিচ্ছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সকল মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ‌গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করতে পারছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেনি। ওই সময় পূজামণ্ডপে হামলা করা হয়েছিল।’

তি‌নি আরও ব‌লেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র। ধর্ম যার যার উৎসব সবার। আমরা বাঙালি। বাংলাদেশ সবার। এই বাংলাদেশে আমরা একসঙ্গে আছি। এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই। আমরা সকলেই এ সমাজের সন্তান। বাংলাদেশের উন্নয়ন আপনারা দেখেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এ সময় গোলাকান্দাইল ইউ‌নিয়ন প‌রিষ‌দ নির্বাচ‌নে আওয়ামী লী‌গ ম‌নো‌নিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান তু‌হিন, উপ‌জেলা পরিষদের সা‌বেক ভাইস চেয়ারম্যান হা‌বিবুর রহমান হা‌রেজ, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া ও উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদারসহ আরও অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এনএস

গাজী গোলাম মর্তুজা পাপ্পা গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক