Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টার ডিসি স্কুলছাত্রী রিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২১ ১৮:০২

ভোলা: নিজের ১৬তম জন্মদিনে এক ঘণ্টার জন্য ভোলা জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সুযোগ পেলেন স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি (১৬)। তিনি ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড এলাকার মৃত তারেক আব্দুল আজিজের মেয়ে এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমিকে এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের দায়িত্ব দেন। ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

বিজ্ঞাপন

তাসনিম আজিজ রিমি বলেন, ‘এক ঘণ্টার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করায় অনেক আনন্দিত। আমার দেখাদেখি অনেক শিশু-কিশোরীরা ভবিষ্যতে পড়াশোনা করে এ ধরনের দায়িত্ব পালনে আগ্রহী হবে। যার ফলে দেশে নারীর ক্ষমতায়ন আরও বেশি নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোলা জেলাকে নারীবান্ধন ও শিশু-কিশোরবন্ধব জেলায় রূপান্তর করা এবং নারীরা যেন অনলাইনে বুলিংয়ের শিকার হয়ে সমস্যার সম্মুখীন না হয় সে জন্য জেলা প্রশাসনকে কাজ করার সুপারিশ করেছি।’

ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, এনসিটিএফ এর জেলা সম্বয়কারী আদিল হোসেন তপু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলীসহ অন্যরা।

উল্লেখ্য, তাসনিম আজিজ রিমি ২০০৫ সালে ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় তারেক আব্দুল আজিজ ও ময়রিম বেগমের প্রথম কন্যা সন্তান। তার পিতা একজন ব্যবসায়ী ছিলেন, আর মা সদরের বাপ্তা এলাকার নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষিকা।

বিজ্ঞাপন

তাসনিম আজিজ রিমি ২০২০ সালের ২৮ অক্টোবর এক ঘণ্টার জন্য ভোলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/একে

টপ নিউজ ভিসি ভোলা জেলা প্রশাসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর