রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক রিমান্ডে
৫ এপ্রিল ২০১৮ ১৬:০৫ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকার কারওয়ানবাজারে দুই বাসের পাল্লায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত কাটা পড়ার ঘটনায় গ্রেফতার হওয়া দুই গাড়ি চালককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. আব্দুল্লাহ আল মাসুদ বৃহস্পতিবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো দুই বাস চালক হলেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।
এদিন বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে দুই বাস চালককে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফতাব আলী।
রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, দুই চালকের জাতীয় পরিচয়পত্র এখনো পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তারা তাদের আসল ঠিকানা গোপন করেছেন। তাই ঘটনার তদন্ত শেষ না পর্যন্ত এবং তাদের আত্মগোপন ঠেকাতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
গত মঙ্গলবার (৩ এপ্রিল) বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। তখন তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এই সময় স্বজন পরিবহনের বাসটি পেছন বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার জন্য ওভারটেক করার চেষ্টা করে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই বাসের মাঝখানে ঝুলে থাকে।
পরে রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার তার চিকিৎসায় সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তাকে দেখে এসেছেন এবং সুস্থ হলে তাকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন।
সারাবাংলা/এআই/একে