Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৭:৪৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৭:৪৫

অস্ত্র ও হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. শাওন উদ্দিন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)।

রোববার (১০ অক্টোবর) র‌্যাব-১০ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, শনিবার রাত ১টা ১৫ মিনিট থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শ্যুটার গান, ৩টা কার্তুজের গুলি, ৩২২ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা, ১টি সুইচগিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা পেশাদার সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কাজ করতো। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/এমও