Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক সচেতনতায় শুরু হচ্ছে ই-কমার্স শপিং উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ২৩:২৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ২৩:২৮

ঢাকা: আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে ২০ দিন ব্যাপী এই উৎসবে। প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে এবারের ‘টেন টেন’ উৎসবের ঘোষণা দিয়েছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব। এবারের ‘১০-১০’ এর স্লোগান ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে’।

বিজ্ঞাপন

উৎসবের সঙ্গে জড়িত সবগুলো প্রতিষ্ঠান দেশীয় মালিকানা, ই-ক্যাবের সদস্যভূক্ত ও নিরাপদ পণ্য সেবা দিয়ে থাকে তাই ‘টেন টেন’ উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবে চালডাল, রকমারি, আজকের ডিল, ডায়াবেটিস স্টোর, পিকাবু, বাংলা শপার, দ্যা মল বিডি, সেবা এক্সওয়াইজেড, পাঠাও ফুডস, প্রথমা, গেজেট অ্যান্ড গিয়ার, একশপ, যাচাই, আইফেরি, প্রোটিন মার্কেট, বেবি কেয়ার, আদি, স্টারটেকসহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে।

আয়োজক পার্টনার হিসাবে আছে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। মোবাইল ফাইন্যান্স কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসাবে থাকছে এই আয়োজনে। ডেলিভারি পার্টনার হিসাবে আছে ডেলিভারি টাইগার।

২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

অনলাইন শপিং ই-কমার্স ই-কমার্স শপিং উৎসব