চবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪১ শতাংশ
৯ অক্টোবর ২০২১ ১৯:২৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৯:৩০
চট্টগ্রাম ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। যা শতকরা ৪১ শতাংশ।
শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ৯৪৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৫৮৮ জন। উপস্থিতি শতকরা ৫৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন যা শতকরা ৪১ শততাংশ। পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’
আগামী শুক্রবার (২২ অক্টোবর) গ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী। শনিবার (২৩ অক্টোবর) ঘ ইউনিট পরীক্ষায় হাজার ৮৯৮ জন চবিতে পরীক্ষা দেবেন।
সারাবাংলা/সিসি/এমও