Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় পা‌নি‌তে ডু‌বে চাচা‌তো ভাই-‌বো‌নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ১৮:৫১ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ২০:৫০

প্রতীকী ছবি

ভোলা: পুকু‌রের পা‌নি‌তে ডু‌বে রেহানা আক্তার (৫) ও জাহিদুল ইসলাম (৪) না‌মের দুই চাচা‌তো ভাই-‌বো‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহত রেহানা আক্তার ভোলা সদর উপ‌জেলার পূর্ব-ইলিশা ইউ‌নিয়‌নের ৭নং ওয়া‌র্ডের দ‌ক্ষিণ ইলিশা গ্রা‌মের আব্দুর রহমান খোক‌নের মে‌য়ে ও জা‌হিদুল ইসলাম একই বা‌ড়ির মো. জ‌সি‌মের ছে‌লে। নিহতরা চাচা‌তো ভাই-‌বোন।

শ‌নিবার (৯ অক্টোবর) দুপুরের দি‌কে ওই গ্রা‌মে হা‌মিদ উল্লাহ হা‌জি বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে।

প‌রিবা‌রের সদস্য ও স্থানীয়রা জানান, দুপুরের দি‌কে রেহানার মা তা‌নিয়া বেগম ও জা‌হিদুলের মা পেয়ারা বেগম ঘ‌রে রান্নার কা‌জে ব্যস্ত ছি‌লেন। ওই সময় দুই শিশু বা‌ড়ির উঠা‌নে খেলাধূলা কর‌ছিলো। প‌রে তা‌দের প‌রিবা‌রের সদস্যদের অজা‌ন্তে বা‌ড়ির সাম‌নের পুকু‌রে পড়ে যায়। এরপর তা‌দের মা‌য়েরা উঠা‌নে শিশু‌দের দেখ‌তে না পে‌য়ে খোঁজাখু‌জি শুরু ক‌রলে বা‌ড়ির পুকু‌রের পা‌নি‌তে তা‌দের ভাস‌তে দে‌খে স্থানীয়‌দের সহ‌যোগিতায় প‌রিবা‌রের সদস্যরা তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পরিদর্শক মো. ফ‌রিদ শেখ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন। তিনি জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে লাশ উদ্ধার ক‌রা হয়েছে।

সারাবাংলা/এমও

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর