পায়রা নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
লোকাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৭:৫২ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৭:৫৩
৮ অক্টোবর ২০২১ ১৭:৫২ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৭:৫৩
কুয়াকাটা (পটুয়াখালী): পায়রা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট ও চরগড়া জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার গতকাল রাত নয়টা থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পরে সকাল নয়টার দিকে জব্দকৃত জাল পায়রাকুঞ্জ এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এসময় কোনো কাউকে আটক করতে পারেনি মৎস্য বিভাগ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলে ও জাল মুক্ত রাখতে জেলার সকল নদীতে অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এমও