রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র সচিব
৮ অক্টোবর ২০২১ ১৭:৩৮ | আপডেট: ৮ অক্টোবর ২০২১ ২০:৩০
কক্সবাজার: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত। মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সরাসরি এখানে আসা হয়েছে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল দু’দিনের সফরে কক্সবাজারে এসেছেন। সফরকালে উখিয়া-টেকনাফে জোরপূর্বক উদ্বাস্তু মায়ানমার নাগরিকদের ক্যাম্প পরিদর্শন এবং সংশ্রিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। নিজ অফিসে অস্ত্রধারীরা তাকে পাঁচ রাউন্ড গুলি করে। এ সময় তিন রাউন্ড গুলি তার বুকে লাগে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা/এমও
টপ নিউজ পররাষ্ট্র সচিব মুহিবুল্লাহ হত্যা রোহিঙ্গা নেতা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ