কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে স্কুল শিক্ষকসহ নিহত ৫
৭ অক্টোবর ২০২১ ১৪:১০ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৫:৫২
ভারতের জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রদেশটির শ্রীনগরে এক হামলায় সরকারি স্কুলের দুইজন শিক্ষক নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী। এর প্রায় ৪৮ ঘণ্টা আগে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর এনডিটিভি।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আজ (বৃহস্পাতিবার) বেলা ১১টা ১৫ মিনিটে শ্রীনগর জেলার সঙ্গম ঈদগাহে দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করে সন্ত্রসীরা। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সর্বশেষ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘শ্রীনগর থেকে আবারও মর্মান্তিক খবর আসছে। এবার শহরের ইদগাহ এলাকার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিন্দা জানানোই যথেষ্ট নয়। আমি নিহতদের আত্মার জন্য প্রার্থনা করছি। মৃত ব্যক্তিরা শান্তিতে থাকুক।’
এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাখন লাল বিনদ্রু (৭০) নামে একজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি শ্রীনগরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ইকবাল পার্কে একটি ফার্মেসির মালিক ছিলেন।
পুলিশ জানিয়েছে, ফার্মেসির ভিতরে ঠুকে মাখন লালকে গুলি করে সন্ত্রাসীরা। পরে তাৎক্ষণিকভাবে মাখনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা আগেই পালিয়ে যায়।
গত মঙ্গলবার অপর এক সন্ত্রাসী হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শ্রীনগর শহরের রাস্তায় খাবার বিক্রেতা বীরেন্দ্র পাসোয়ান। তিনি বিহার প্রদেশের ভাগলপুরের বাসিন্দা বলে জানা গেছে। আর অপর ব্যক্তির নাম মোহাম্মদ শফি, তিনি শ্রীনগরের বান্দিপোরার এলাকার একটি ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি।
সারাবাংলা/এনএস