Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৮:০০ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৮:৫৪

ঢাকা: এরশাদ গ্রুপের করা প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত ২ হাজার টাকার মুচলেকায় এই জামিনের আদেশ দেন। একই সাথে আগামী ২ নভেম্বর বিচারের জন্য বদলির আদেশ দেন।

আজ সকালে বাড্ডার বাসা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।

জানা যায়, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবস্থাপনা প্রশাসক মো. বজলুর রশিদ (৫২) সিআর মামলাটি দায়ের করেন। সিআর মামলা নং ৩৮৫/২১।

সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান বলেন, ‘জামিনযোগ্য ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাই আদালত জামিন দিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে
বিজ্ঞাপন

আরো