মিয়ানমার সীমান্তে প্রয়োজনে গুলি চলবে— সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
৫ অক্টোবর ২০২১ ১৭:২৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৯:৩৫
সিলেট: মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কিছু এনজিও এবং কুচক্রী মহল ব্যবসা করছে। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ সাধছে। কারণ, রোহিঙ্গা জনগোষ্ঠী রাখাইনে ফিরে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হতাকাণ্ড নিয়ে তিনি পুনরায় বলেছেন, মুহিবুল্লাহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাখাইনে ফেরাতে চেয়েছিলেন তাই ওই ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেছে।
সারাবাংলা/একেএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ রোহিঙ্গা শরণার্থী