Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইএফডির নবম লটারির ড্র অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৫:৪৪

ঢাকা: ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) এর নবম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এই লটারির উদ্দেশ্যে ক্রেতাদের ভ্যাট দিতে উৎসাহিত করা।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর উপস্থিতিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এনবিআর সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইস্যুকৃত চালানের ওপর এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে মোট ১০১টি পুরস্কার থাকে। প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। আর ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১টি পুরস্কার রয়েছে।

এবারের লটারিতে প্রথম পুরস্কার পাওয়া নম্বরটি হচ্ছে, 001321MTWRVTF985। দ্বিতীয় পুরস্কার পাওয়া লটারির নম্বর 000821RKNXUYC894 আর তৃতীয় পুরস্কার পাওয়া লটারির নাম্বারগুলো হলো, 000421JCLZDTG786, 002821SJSBNDN608, 003421PLSQFMI596, 001321VNPKDME331 ও 001321QAEYOO0806।

যারা এ লটারি পেয়ে থাকেন তাদের লটারির পুরস্কারের টাকা সম্পূর্ণ আয়করমুক্ত। লটারির ফলাফল এনবিআরের ওয়েবসাইটে www.nbr.gov.bd পাওয়া যাবে।

সারাবাংলা/এসজে/একে

আয়করমুক্ত ইএফডি এনবিআর লটারি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর