Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা স্থানে প্রস্রাব করায় যুবককে হত্যা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২১:০৪

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, ছবি: সারাবাংলা

বগুড়া: জেলায় খোলা স্থানে প্রস্রাবে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হওয়া বির্তকের জেরে খায়রুল ইসলাম সুমন নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ আক্টোবর) দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

বগুড়া শহরের কানছগাড়িতে প্রকাশ্য দিবালোকে সুমনকে ছুরিকাঘাতে হত্যার ছয় দিনের মাথায় রহস্য উদঘাটন করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবু মিয়া। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধী।

এ বিষয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় কানছগাড়িতে ইবনে সিনার সামনে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর অপরাধীরা পালিয়ে যায়। পুলিশ তদন্ত করে বাবুকে গ্রেফতার করেছে।

বাবু বগুড়ার ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি ফার্নিচারের দোকানে কাজ করেন। তার অপর সহযোগিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সুদীপ কুমার চক্রবর্তী।

সারাবাংলা/এনএস

খোলা স্থানে প্রস্রাব যুবককে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর