Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা কমলেও আত্মতৃপ্তির কিছু নেই, মানতে হবে স্বাস্থ্যবিধি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ০০:১২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ নিয়ে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। আর তাই নিয়মিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৩ অক্টোবর) দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

অধ্যাপক নাজমুল বলেন, ধীরে ধীরে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। আমরা মনে করি, বর্তমান পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক। গত দুই-তিন সপ্তাহ ধরে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা সবার মধ্যে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন,  এ মুহূর্তে শারা বিশ্বে করোনা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেকখানি নিয়ন্ত্রণে আছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও তার সুফল পাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে হবে অবশ্যই।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র জানান, গত এক সপ্তাহে সারা দেশে ১ লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছে, যা তার আগের সপ্তাহের চেয়ে ৭ হাজার ৫৮১টি কম। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৭৩ জনের, যা তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগী মারা গেছে। অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।— মন্তব্য করেন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

সারাবাংলা/এসবি

করোনা কোভিড-১৯ মাস্ক স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর