টেকনাফ থেকে ৩ কেজি আইসসহ রোহিঙ্গা আটক
২ অক্টোবর ২০২১ ১৩:৩০ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ১৩:৩১
কক্সবাজার: জেলার টেকনাফ থেকে তিন কেজি ভয়ঙ্কর মাদক আইসসহ (ক্রিস্টাল মেথ) এক রোহিঙ্গাকে অটক করেছে র্যাব। টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গতকাল শুক্রবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।
মাদকসহ আটক করা রোহিঙ্গার নাম আব্দুল লতিফ (৬৪)। তিনি টেকনাফ পৌর ৪নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার জহুর উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্ত্বর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন কারবারী অবস্থান করার গোপন সংবাদ পায় র্যাব। এরপর র্যাব-১৫ এর একটি দল ঘটনাস্থালে পৌঁছায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট তিন কেজি ভয়ঙ্কর মাদক আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা স্বীকার করেন, তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন কায়দায় টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে আইস সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনএস