দীর্ঘ ১৮ মাস পর ঘুরল চবি শাটলের চাকা
১ অক্টোবর ২০২১ ১২:১৪ | আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৩:৩৪
চট্টগ্রাম ব্যুরো: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে ঘুরল শাটল ট্রেনের চাকা।
শুক্রবার (১ অক্টোবর) সকাল সোয়া আটটায় নয়টি বগি নিয়ে নগরীর বটতলী স্টেশন থেকে ছেড়ে আসে সকাল নয়টায় চবি স্টেশনে পৌঁছেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শুক্র ও শনিবার দুই দিনে একটি করে শাটল চলবে। সকাল আটটা ১৫ মিনিটে একটি গাড়ি ছেড়ে আসবে। আর বেলা একটা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস ছেড়ে যাবে। আগামীকালও একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি: শুক্রবার (১ অক্টোবর) ক ইউনিট, শনিবার (২ অক্টোবর) খ ইউনিট, শনিবার (৯ অক্টোবর) চ ইউনিট, শুক্রবার (২২ অক্টোবর) গ ইউনিট ও শনিবার (২৩ অক্টোবর) ঘ ইউনিট।
ক ইউনিটের পরীক্ষা দেবেন ১১ হাজার ২১৭ জন, খ ইউনিটের ২ হাজার ৮৫২ জন, চ ইউনিটে পরীক্ষা দেবেন ৯৪৩ জন, গ ইউনিটে ৩ হাজার ৫৫৯ জন ও ঘ ইউনিটে ৯ হাজার ৮৯৮ জন চবিতে পরীক্ষা দেবেন।
সারাবাংলা/সিসি/এএম