Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এখন অটোমেশনের আওতায়

লোকাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১০

বেনাপোল: দেড় বছর পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর অটোমেশন সেবার আওতায় এসেছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এর ফলে এখন থেকে আমদানি পণ্যের সব তথ্য-উপাত্ত কম্পিউটার ডাটাবেজে এন্ট্রি হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘শুল্কভবনের পাশাপাশি বন্দর অটোমেশনের আওতায় আসায় বাণিজ্যে গতি ও স্বচ্ছতা বেড়েছে। আমদানিকারকরা তথ্য জানতে চাইলে তা আগে দ্রুত সরবরাহ করা যেতো না। তবে এখন ইচ্ছে করলে আমদানিকারক তথ্য-উপাত্ত মোবাইল ফোনে দেখতে পারবেন।’

বিজ্ঞাপন

বন্দরের সঙ্গে শুল্কভবনের অটোমেশন সংযোগ হলে আরও বেশি সুফল পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ‘এই বন্দরটি এতদিন আধুনিকায়নে পিছিয়ে ছিল। আগে শুল্ক ফাঁকি থেকে শুরু করে, একজনের পণ্য অন্যজন নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এখন সে সুযোগ আর নেই। বন্দর অটোমেশন আওতায় আসায় ব্যবসায়ীরা ঘরে বসেই মোবাইলে সার্বক্ষণিক জানতে পারছেন আমদানি পণ্যের তথ্য। এতে বাণিজ্যিক নিরাপত্তা ও স্বচ্ছতা বেড়েছে।’

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, চট্টগ্রামের পর এই প্রথম বেনাপোল বন্দর অটোমেশনের আওতায় এলো। চলতি মাস থেকে পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় এ অটোমেশন সেবা পাচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ডাটাসফ্ট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০ আগস্ট বেনাপোল বন্দরে অটোমেশন কার্যক্রম পুরোপুরি চালু হয়।

২০১৯ সালের জুলাই মাসে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলক বেনাপোল বন্দরে অটোমেশন কার্যক্রম শুরু করা হয়। এখন গুগলে ঢুকে আমদানিকৃত পণ্যের মেনিফেস্ট নম্বর এন্ট্রি করে সার্চ দিয়ে সংশ্লিষ্ট আমদানিকারক তার পণ্যের অবস্থান নিশ্চিত হতে পারবেন। এটি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলেও জানান বন্দরের এই উপ-পরিচালক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বেনাপোল স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর