Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রেমিকই ধর্ষণের পর হত্যা করে স্কুলছাত্রী পূর্ণিমাকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৫

সাতক্ষীরা: দেবহাটায় দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী পূর্ণিমা দাসকে তারই সাবেক প্রেমিক পার্থ মন্ডলই ধর্ষণের পর হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসবিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব কথা জানান। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ইলেকট্রিক ক্যাবল ও বাইসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, ‘দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাসের মেয়ে গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ক্যাবল পেঁচিয়ে হত্যা করা হয়। একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে প্যারা মেডিক্যালে অধ্যয়নরত ছাত্র পার্থ মন্ডল এই ঘটনার সঙ্গে জড়িত।’

সাতক্ষীরায় স্কুল ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

 

গত শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে পূর্ণিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে পূর্ণিমার বাবা শান্তি রঞ্জন দাস দেবহাটা থানায় পার্থকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় পার্থকে সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে গেফতার করে। পরে পুলিশের কাছে জবানবন্দিতে পূর্ণিমাকে হত্যার কথা স্বীকার করে পার্থ।

সারাবাংলা/এমও

ধর্ষণের পর হত্যা পূর্ণিমা দাস স্কুলছাত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর