ঠাকুরগাঁওয়ে ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
২৪ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১১:২৯
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৩টি বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্য।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আফরিনা।
আক্রান্ত শিক্ষার্থীরা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনালী শৈশব ও হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। এদের মধ্যে ৪র্থ শ্রেণির ২ জন, ৫ম শ্রেণির ৩ জন, ৬ষ্ঠ শ্রেণির ৪ জন, ৭ম শ্রেণির ২ জন, ৮ম শ্রেণির ১ জন, ৯ম শ্রেণির ১ জন ও ১০ম শ্রেণির ১ জন রয়েছেন।
আক্রান্তদের সবার বয়স ১০-১৪ বছরের মধ্যে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ক্লাস বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলা হয়। রুটিন মোতাবেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শুরু হয়। স্কুলের প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। কিন্তু গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থীদের শরীরে জ্বর-সর্দির লক্ষণ দেখা যায়। পরে তাদের নমুনা করোনা পরীক্ষার জন্য দেওয়া হলে বুধবার (২২ সেপ্টেম্বর) জানা যায় তারা করোনায় আক্রান্ত হয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে মৌখিকভাবে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে অন্য শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান যথা নিয়মে চলবে বলেও জানায়।
জানা যায়, প্রথমে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী সর্দি-কাশি-জ্বরে ভুগছিল, পরে ওই বিদ্যালয়ের আরও ৫ জন ছাত্রী জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়। এরপর সোনালী শৈশব ও বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ জন শিক্ষার্থী আক্রান্ত হন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন শিক্ষার্থীদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সর্বশেষ আমি ১৩ শিক্ষার্থীর করোনা আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা এখন ভালো আছে।’
উপজেলার প্রত্যেকটি স্কুলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে— বলেন ইউএনও।
সারাবাংলা/এমও