কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে বিশ্বনাথ বিটু
২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২
ঢাকা: বাংলাদেশ কৃষক লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ব্যক্তিগত কারণে দেশের বাইরে অবস্থান করায় গঠনতন্ত্রের ২০ ধারার ‘গ’ ও ‘ঘ’ উপধারা অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দফতর সম্পাদক রেজাউল করিম রেজার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকেও ধন্যবাদ জানান।
সারাবাংলা/এনআর/টিআর
কৃষক লীগ কৃষক লীঘ বিশ্বনাথ সরকার বিটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক