Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পার্কিং ভবনের ছাদ নয়, বিমানবন্দরের অভ্যন্তরেই ল্যাব’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৭

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, পার্কিং ভবনের ছাদ নয়, বিমানবন্দরের অভ্যন্তরেই শুরু হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রীপরিষদ সচিব উপস্থিত ছিলেন।

ইমরান আহমেদ বলেন, ‘দুবাই র‍্যাপিড পিসিআর চাইলেও বাংলাদেশ আরটি পিসিআর ল্যাবেই করোনা পরীক্ষা শুরু করবে।’

উল্লেখ্য, বাংলাদেশসহ ১০টি দেশ থেকে আগতদের জন্য ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দর থেকেই র‍্যাপিড পিসিআর পদ্ধতিতে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার শর্ত আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনে সাত বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতিও দিয়েছে সরকার।

আরও পড়ুন:

সারাবাংলা/এসবি/এমও

বিমানবন্দর ল্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর