চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জে বাস ধর্মঘট
১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৭
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ওই ধর্মঘট রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়।
বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে দিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সকাল থেকে জেলা থেকে কোনো যাত্রীবাহী বাসও ছেড়ে যায়নি।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁদা আদায়ের বিষয়টি জানিয়েছিল। আমি সিলেট পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছিলাম।
তিনি আরও বলেন, যেহেতু আমার এলাকায় চাঁদাবাজি ঘটনাটি ঘটছে না, তাই আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সারাবাংলাকে বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
সারাবাংলা/এএম