Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানক্ষেতের পানিতে বিদ্যুৎ, এক পরিবারের ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৭

নোয়াখালী:  জেলার সোনাইমুড়ী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮), মো. শহীদউল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুর রহিম ধানের ক্ষেতে নামেন। এ সময় জমিতে থাকা পল্লী বিদ্যুতের পিলারের সংস্পর্শে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় স্থানীয়রা গুরুতর তিনজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/একেএম

৪ জনের মৃত্যু ধানক্ষেত বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর