Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগের পীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০

ঢাকা: রাজারবাগ দরবার শরীফের পীর ও তার চক্রের দ্বারা দেশব্যাপী দায়েরকৃত গায়েবি মামলার অনুসন্ধানে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আট ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

রিটকারীদের মধ্যে সাত বছরের শিশু, ভুক্তভোগী নারী, মুক্তিযোদ্ধা সন্তান, মাদরাসার শিক্ষক ও ব্যবসায়ী রয়েছেন।

আবেদনে রাজারবাগের পীর ও তার চক্র দ্বারা দেশব্যাপী ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর মামলা দায়েরের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

প্রথমত, দরবারের মালিকানায় সকল স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, লভ্যাংশ ও ব্যাংক হিসাবের তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করতে হবে। রিট আবেদনকারী ও তাদের পরিবারের সকল সদস্যের নিরাপত্তা দিতে আর্জি জানানো হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

পীর রাজারবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর